আকাশ ঝর্ণা

ব্যাথা বুকে বয়ে চলে তৃষিত জলধারা
ঘুণ ধরা আকাশে সে খুঁজেছিলো শুকতারা
পেল হৃদয় ভরা
মরুদ্যানেতে খরা
নীরবে নিশুতি রাতে অঝোরে অশ্রুধারা
নোনাধরা আশা নিয়ে ডেকে ডেকে হ্য় সাড়া …

দায়বদ্ধ আকাশ, কারো কর্তব্যপাশে
বৃষ্টিতে দুখ তার ঝর্ণায় এসে মেশে
আবেগে বাঁধানো -
স্মৃতি থাক সাজানো
ব্যাথিত আনন্দে দুঃখকে চেপে হাসে
স্থিতধী জানে সে, রাত পর-ই ভোর আসে …

তৃষিত ঝর্ণা তবু ব্যাথিত আকাশে
খুঁজে ফেরে জ্যোৎস্না, শোকাহত বিন্যাসে …
                         - সুমন বারিক


-------- x --------

No comments:

Post a Comment