অন্য আমি

অস্থির মন, আচমকা স্থির, বলে আজ থাক
যা কিছু সে চেয়েছিলো, সব ভুলে যাক
অন্ধকারের কালো গহ্বরে খবর পাঠাক
আলোর, আশার …

তারপরে আমি হোয়ে গেছি পার
হারিয়ে, যা ছিলো হারাবার
পেরিয়েছি সেই সাগর আমার
বেদনা, হতাশার …

আর ফিরবোনা পুরোনো পথে
আপোশে ভরা বাঁধা গথে
(আজ) বেঁধেছি মন এই শপথে
হারিয়ে যাবোই …

‘স্মৃতি’ ভুলে থেকো তুমি আমার
লক্ষের মাঝে কোরো নিরাকার
ডাক শুনো না সে পুরনো কথার
“তোমায় পাবোই ” …

                         - সুমন বারিক


-------- x --------

No comments:

Post a Comment