আত্মবিশ্বাস

       “সবার আগে চাই আত্মপরিচয়ে গর্বিত হওয়ার শক্তি... বিশ্বাস বিশ্বাস বিশ্বাস – নিজের ওপর বিশ্বাস – ঈশ্বরে বিশ্বাস – ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার পুরাণের তেত্রিশ কোটি দেবতার ওপর এবং বৈদিশিকরা মধ্যে মধ্যে যেসকল দেবতার আমদানী করিয়াছে – তাহার সবগুলিতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে, তবে তোমার কখনই মুক্তি হইবে না...

পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস... সেই বিস্বাস-ই ভিতরের দেবত্ব কে জাগ্রত করে... তুমি সবকিছু করিতে পারো... অনন্ত শক্তিকে বিকশিত করতে যথেষ্ট যত্নবান হও না বলিয়াই বিফল হও... যখন কোনো ব্যাক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায়, তখন-ই তাহার বিনাশ হয়।”
- স্বামী বিবেকানন্দ




আত্মবিশ্বাস

নিজের কার্য মন দিয়ে করো,
নিজ পরিচয় নিজেই গড়ো ;
তোমার কার্যে তুমি অপেক্ষ -
নাহি কেহ আর অধিক দক্ষ ;
যদি হও মাঝি – তুমি ধরো হাল ,
কি হবে তোমার ধরে তরোয়াল ?
চাই আত্মপরিচয়ে গর্বিত হওয়ার শক্তি ,
ঈশ্বরে পরে, আগে আনো নিজের প্রতি ভক্তি ;
নিজকার্যে গর্বিত হও, ছাড়িয়া লজা ভয়
সসম্মানে মাথা তোলো ভাই, কোনো কাজ ছোটো নয় ।।



                         - সুমন বারিক


-------- x --------

No comments:

Post a Comment