ভ্রাতৃ বন্ধন

মাতৃদেশ ভারতবর্ষ করল নিজের জীবন দান
জন্ম দিল দুইটি দেশ – ভারত এবং পাকিস্তান,
একই মাতা ভারতবর্ষে জন্ম হয়েছে তাই
ভারত এবং পাকিস্তান – হোক তারা ভাই ভাই।

ভারতমাতা দিয়েছিলেন চিরন্তন শিক্ষা
সত্য শান্তি দয়া, প্রেম ও তিতিক্ষা...
যদি, নিজের মায়ের শিক্ষাটাকে নিজেই ভুলে বসি
বলতে পারো আমরা তবে কেমন ভারতবাসি ?!

কার সনে তোর যুদ্ধ এতো
কার সাথে শত্রুতা
চক্ষু মেলে দেখরে সেতো
তোর-ই আপন ভ্রাতা...

ভাইয়ে ভাইয়ে যুদ্ধে যদি
ঘরকে বানাস রক্তনদী ,–
নিজের সঙ্গে নিজেই তুই করবি যদি ছল –
পরকে দিয়ে দোষ তুই কিইবা পাবি ফল ?!

ভাই যদি হয় বিপথগামী,
আলোর পথটি দেখিয়ে দে
ভাই যদি সে মারতে আসে
বুকের মধ্যে জড়িয়ে নে।

ভারতবাসী পাকিস্তানী হৃদয়ে একই আত্মা
মিলেমিশে থাকলে তবেই থাকবে নিরাপত্তা
যুদ্ধ মানেই দেশে দেশে ঘোর অমঙ্গল
যুদ্ধ মানেই ভারতবর্ষ মাতার চোখে জল।।


                         - সুমন বারিক


-------- x --------

No comments:

Post a Comment