স্মৃতি সাগরে

শূণ্য এই সমুদ্রতীরে
আসি বারে বারে ফিরে
আপন মনে, লক্ষ্য ছাড়াই
বালিতে, জলেতে হেঁটে বেড়াই
দিনের শেষে পাখির গানে
স্মৃতিসকল মন কে টানে –
দূরে আকাশ, জলে মেশে, 
ঢেউয়ের তালে, মন, চলে ভেসে...

একে একে পর্দা সব সরিয়ে দূরে
ধীরে ধীরে ঢুকে যাই – অন্তঃপুরে
হয়ত বা স্বেছায় নিজের ভিতরে
ডুব দিয়ে ডুবে যাই হৃদয় গভীরে...
ভুলে যাওয়া কত শত অনুভূতি জাগে
ভেসে ভেসে যেতে যেতে, গায়ে এসে লাগে
বুঝতে পারিনা, কে আমি, কে স্মৃতি
দুইয়ের সাথেই যে, প্রবল পরিচিতি...

ধীরে ধীরে নিজেকেই, হারিয়ে ফেলি
স্মৃতিসাগরে মিশে, স্মৃতি হোয়ে খেলি... ।।  

                         - সুমন বারিক


-------- x --------

No comments:

Post a Comment